হোম খেলাধুলা অবশেষে জাতীয় দলে ডাক পেলেন সৈকত

খেলাধূলা ডেস্ক :

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করেও নির্বাচকদের নজরে পড়েননি। কদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজের হতাশার কথা গোপন রাখতে পারেননি একসময়ের উদীয়মান অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তার ক্যারিয়ার শেষ, এমনও গুঞ্জন ছিল। তবে নিজের প্রতি বিশ্বাস আর পরিশ্রমের ফল পেলেন এবার টাইগার এ অলরাউন্ডার। ঈদের আগেই পেলেন বড় খুশির খবর। আসছে মাসে ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াডে তাকে সুযোগ দেওয়া হয়েছে।

এদিকে, চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার বদলি হিসেবে নেওয়া হয়েছে তরুণ স্পিনার নাঈম হাসানকে। বুধবার (২৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড ঘোষণার পরপরই আসে দুঃসংবাদ। ইনজুরির কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না বলে আশঙ্কা চেপেছিল দলের গুরুত্বপূর্ণ সদস্য অফস্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়ে। এখনো নিশ্চিত নয় তার দ্বিতীয় টেস্টে খেলা। কারণ, সেরে উঠতে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাকে।

ডিপিএলে রোববার (২৪ এপ্রিল) প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে শেখ জামালের হয়ে মাঠে নামেন মুশফিক ও মেহেদী। ফিল্ডিং করার সময় দুজনই চোট পেয়ে মাঠ ‍ছাড়েন। তামিম ইকবালের উঁচু শট তালুবন্দি করতে গিয়ে আঙুলে চোট পান মিরাজ। প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেওয়া হয়।

পরে তার এক্স-রে করা হলে আঙুলে সূক্ষ্ম চিড় ধরা পড়ে। চোটের ব্যাপারে আরও নিশ্চিত হতে সোমবার আবার এক্স-রে করা হয় মিরাজের আঙুল। সেখানেও চিড় ধরা পড়ায় নিশ্চিত হয়ে যায় মিরাজের এই টেস্টে না খেলা।

ডিপিএলের ম্যাচ খেলতে গিয়ে চোট পেলেও বর্তমানে মিরাজ বিসিবির মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন। আরও কিছুদিন তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানা গেছে।

আগামী ১৫ মে চট্টগ্রামের সাগরিকায় শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে থেকে, ঢাকায়। প্রাথমিক স্কোয়াড থেকে ১৮ সদস্যের চূড়ান্ত স্কোয়াড নিয়ে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা।

প্রথম টেস্টে বাংলাদেশের ১৭ সদস্যের দল

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, রেজাউর রহমান, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম (ফিট থাকা সাপেক্ষে)।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন