হোম রাজনীতি অবরোধ: ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব গুলিবিদ্ধ

রাজনীতি ডেস্ক:

ফরিদপুরে বিএনপির অবরোধের সমর্থনে বের করা বিক্ষোভ মিছিলে হামলার ঘটনা ঘটেছে। হামলায় শর্টগানের ছোড়া গুলিতে আহত হয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন।

বুধবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কোমরপুর বাহিরদিয়া ব্রিজের কাছে এ ঘটনা।

গুলিতে কিবরিয়া স্বপনের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইসা।

জেলা বিএনপির আহ্বায়ক বলেন, দুপুরে অবরোধের সমর্থনে বাহিরদিয়া ব্রিজের কাছে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করার সময় একটি প্রাইভেটকার ও কয়েকটি মোটরসাইকেলে কয়েকজন যুবক এসে তাদের ওপর হামলা চালায়। আমার নেতাকর্মীরা প্রতিরোধ গড়ে তুলতেই শর্টগানের গুলিতে আহত হন স্বপন।

নিরাপত্তাজনিত কারণে স্বপনকে হাসপাতালে চিকিৎসা না দিয়ে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়াও হামলায় আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের প্রাথমিকি চিকিৎসা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিল বলেন, ফরিদপুরের কোমরপুর বাহিরদিয়া এলাকায় পিকেটিং বা গুলির কোনও ঘটনাই আমার জানা নেই। সেখানে বিএনপির কোনও অবরোধ কর্মসূচি হয়েছে কি না তাও জানি না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন