হোম Uncategorizedবাংলাদেশ অবরোধের প্রথমদিনে স্বাভাবিক সাতক্ষীরা, গনপরিবহনে ভোগান্তি

চন্দন চৌধুরী, বিশেষ প্রতিনিধি :   বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিন ব্যাপী অবরোধের প্রথম দিনে সাতক্ষীরার কোথাও সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। প্রধান সড়কগুলোতে কাউকে পিকেটিং করতে দেখা যায়নি। অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্ম চালু রয়েছে। এছাড়া সব ধরনের যানবাহন চালু রয়েছে।
দিনব্যাপী পুলিশ ও যৌথবাহিনী শহরে মহড়া দিয়েছে। এছাড়া অন্য উপজেলাগুলোতেও আইনশৃংখলা বাহিনী সদা তৎপর রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
তবে অবরোধের প্রথম দিনেই চরম যাত্রী সংকটে পড়েছে যাত্রীবাহী বাসগুলো। দূরপাল্লার বাস সহ আন্তঃজেলা রুটের বাস চালু থাকলেও যাত্রীস্বল্পতার কারনে তা ছাড়তে বিলম্ব হচ্ছে। অনেকক্ষেত্রে যাত্রী কম থাকায় বাস বন্ধও করে দেওয়া হয়েছে।
বাস মিনিবাস ও পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, অরাজকতার ভয়ে জীবনের ঝুকি নিয়ে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। কিংবা বের হলেও অন্য যানবাহনে চলাচল করছে। কারন হিসাবে কয়েকদিন আগে বিএনপি ও জামায়াতের তান্ডবে বাসে আগুন দেওয়া ও চালককে পুড়িয়ে মারার ঘটনাকে দায়ী করছেন তারা।
পরিবহন শ্রমিকরা জানিয়েছে, যাত্রীস্বল্পতার কারনে বাস কম চলায় তাদের দৈনিক রোজগার হচ্ছে না। ফলে পরিবার নিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে তাদের।
জেলা বাসমিনিবাস ও পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে অবরোধের সময় সব ধরনের যানবাহন চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন