হোম জাতীয় অবরোধকারীদের দেওয়া আগুনে দগ্ধ সেই বেলাল মারা গেছেন

জাতীয় ডেস্ক:

অবরোধকারীদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ট্রাকের হেল্পার বেলাল হোসেন (৩৫) মারা গেছেন। শনিবার (২ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেলালের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। নিবির পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি মারা যান।

জানা যায়, বেলালের বাড়ি খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আদর্শগ্রাম মধ্যপাড়ায়। তিনি ট্রাকের হেল্পার হিসেবে কাজ করতেন। গত রোববার (২৬ নভেম্বর) রাতে চট্টগ্রাম থেকে ট্রাকে চাল নিয়ে খাগড়াছড়ি মাটিরাঙ্গা থানার তাইন্দং সরকারি খাদ্যগুদামে যাচ্ছিলেন। পথে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় রাস্তায় গাছ ফেলে অবরোধকারীরা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বেলাল দগ্ধ হন আর ট্রাকের চালক ইসহাক মিয়া (২৮) আহত হন।

ওইদিনই তাদের মানিকছড়ি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে স্থানান্তর করেন। পরদিন তাদের ঢাকায় নিয়ে আসা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন