হোম ফিচার অপু বিশ্বাস কেন বোরকা পরার সিদ্ধান্ত নিলেন!

বিনোদন ডেস্ক:

এইতো কয়েকদিন পরেই দুর্গাপূজা। পূজার সময় জম্পেস কেনা-কাটা করেন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। সম্প্রতি রাজধানীর একটি শপিং সেন্টারে এসে বোরকা পরার কথা জানালেন তিনি।

অপু বিশ্বাস জানিয়েছেন, ‘পূজার সময় সাজ-পোশাকে আমি ঐতিহ্যের বিষয়টি মাথায় রাখি। তবে আমরা ফটোশুটে যেমন গুরুত্ব দেই ব্যক্তিগত জীবনে ততটা নয়। এবার ইচ্ছা আছে অন্যরকম লুকে সামনে আসতে’।

‘এবার গোল্ড দিয়ে সাজার ইচ্ছা আছে। তাই আমি বোরকা পরে এসে লুবাবায় শপিং করে যাব। এখানকার ডিসকাউন্ট আমি হাতছাড়া করতে চাই না।’

জানা যায়, শাকিব খানের সঙ্গে বিয়ের পর হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন অপু বিশ্বাস। হিজাব-বোরকা পরাও শুরু করেছিলেন। সেসব ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে হয়েছিলেন প্রশংসিত। তবে শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর হিন্দু ধর্মই পালন করেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন