হোম বিনোদন অপু বিশ্বাসের ডিবি কার্যালয়ে যাওয়ার কারণ জানা গেল

বিনোদন ডেস্ক:

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। নায়িকার সেখানে যাওয়ার কারণ জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।

রোববার (৬ আগস্ট) দুপুরে তিনি ডিবি কার্যালয়ে যান। সেখানে যাওয়ার কিছুক্ষণ পরই হারুন অর রশিদের সঙ্গে দুপুরের খাবার খেতে বসেন অপু বিশ্বাস।

এক ভিডিওতে দেখা যায়, অপুর পাতে খাবার তুলে দিচ্ছেন হারুন। এসময় খাবার টেবিলে তাদের সঙ্গে আরও কয়েকজন ছিলেন।

পরে হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক, মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য প্রচারের অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন অপু বিশ্বাস।

এর আগে শনিবার (৫ আগস্ট) রাতে আকস্মিকভাবে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় গিয়েছিলেন এই অভিনেত্রী। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম মিয়া বলেন, ‘অপু বিশ্বাসের সঙ্গে আমার আগে থেকেই পরিচয়। বিভিন্ন অনুষ্ঠানে দাওয়াত দিই। সেই সুবাদে পরিচয়। তিনি এদিক দিয়ে যাচ্ছিলেন। তাই আমার সঙ্গে দেখা করে গেলেন।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন