জাতীয় ডেস্ক:
অন্তর্বর্তীকালীন সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে, তা জাতীয় পার্টি ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান জিএম কাদের। রোববার (১ সেপ্টেম্বর) বিকেলে বনানী কার্যালয়ে এক ব্রিফিং এ কথা বলেন তিনি।
জিএম কাদের বলেন, প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা হয়েছে। অন্তর্বর্তী সরকার একটি নিরপেক্ষ নির্বাচন দিতে সমর্থ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বানও জানান।
জাপা চেয়ারম্যান বলেন, কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, সেই প্রস্তাব দেয়া হয়েছে। এ পদ্ধতি কার্যকর করতে প্রধান উপদেষ্টাকে পরামর্শও দেন তিনি। একইসাথে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে বলেও মন্তব্য করেন। বলেন, সংবিধান পরিবর্তন করতে হলে পঞ্চদশ সংশোধনী বাতিল করতে হবে।