সংকল্প ডেস্ক:
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে গত ৫ আগস্ট। এরপর নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ৮ আগস্ট। এই সরকারের তিন মাসের মাথায় উপদেষ্টা পরিষদে আরও ৫ জন যুক্ত হচ্ছেন।
রবিবার (১০ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, দায়িত্ব পেতে যাওয়া নতুন উপদেষ্টারা রবিবার সন্ধ্যায় শপথ নেবেন। উপদেষ্টাদের দুই-একটা মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তন আসতে পারে।
এদিকে, রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব এস এম রাহাত হাসনাত একটি গণমাধ্যমকে জানিয়েছেন, রবিবার সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেবেন।
প্রসঙ্গত, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা বর্তমানে ২১ জন।