হোম জাতীয় অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে: ফখরুল

অন্তর্বর্তী সরকারকে সবার সহযোগিতা করতে হবে: ফখরুল

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

জাতীয় ডেস্ক:

যারা এখন দেশ পরিচালনা করছে, তাদের সহযোগিতা করতে হবে। কোনো নেতিবাচক কথা বা কাজের মাধ্যমে তাদের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করা যাবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন– গণতন্ত্র প্রতিষ্ঠায় সংঘাত নয়, ঐক্যবদ্ধভাবে দেশ বিনির্মাণে সবাইকে কাজ করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মীদের কাজ করার আহ্বানও জানান তিনি।

এর আগে, সকালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে ব্যর্থ করতে এখনও একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব।

প্রেসক্লাবের এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়সহ আরও অনেকে। জনগণের ভোটের অধিকার নিশ্চিতের পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন