বিনোদন ডেস্ক:
বেশ কয়েকদিন থেকেই ঢালিউডে গুঞ্জন উঠেছে ঈদে মুক্তি থেকে সরে যাচ্ছে দীপংকর দীপন পরিচালিত তারকাবহুল সিনেমা ‘অন্তর্জাল’। কিন্তু এ বিষয়ে এখনও পুরো ক্লিয়ার করে বলছেন না নির্মাতা দীপংকর দীপন। তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। এ বিষয়ে খুব শিগগিরই জানা যাবে।
গত ৪ জুন প্রকাশ পায় ‘অন্তর্জাল’ সিনেমার টিজার। সেসময় বলা হয়েছিল ঈদে সিনেমাটি মুক্তি পাবে। এ নিয়ে অন্য শিল্পীদের বাদ দিয়েই সংবাদ সম্মেলনে করেন ছবির নায়ক সিয়াম আহমেদ।
তবে ঈদে সিনেমাটি মুক্তি পাবে কি পাবে না সেই গুঞ্জন আরও চাউর করেন সিয়াম আহমেদ, ছবির নায়িকা সুনেরাহ ও নির্মাতার ফেসবুক পোস্ট। তারা পোস্টে লেখেন, ভাবছি বলে দেব। কাল বলে দেব, বলে দিলেই তো হয়। প্রসঙ্গ টেনেছেন অন্তর্জাল সিনেমার।
বিষয়টি জানতে নির্মাতা দীপংকর দীপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রসঙ্গটি এড়িয়ে যান। সময় সংবাদকে তিনি বলেন, ‘সব কথা তো বলতে চাইলেও বলা যায় না। সব কথা তো বলাও যায় না। তবে দুই একদিন পর বিষয়টি জানাব।’
‘অন্তর্জাল’ সিনেমাটির গল্প লিখেছেন পরিচালক দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই।