জাতীয় ডেস্ক :
প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় গভীর রাতে দুই বছরের সন্তানের সামনেই অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা করে স্বামী। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদ শেষে এমনটি জানিয়েছে সিআইডির বিশেষ সুপার মুক্তা ধর।
গত ২৫ মার্চ চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটে এমন খুনের ঘটনা ঘটে। এদিকে নেত্রকোনায় পাওনা টাকা পরিশোধের জন্য চাপ দেওয়ায় এক ব্যবসায়ীকে খুন করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (৩০ মার্চ) সিআইডি দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
একসময়ের রিকশাচালক রাসেল প্রথম বিয়ে করেন গাজীপুরের বাসিন্দা রাশিদা নামে এ তরুণীকে। সেই বিয়ের কথা গোপন করে চট্টগ্রামের আমেনাকেও বিয়ে করেন তিনি। দ্বিতীয় স্ত্রীর ঘরে তার দুই বছরের এক সন্তান রয়েছে।
এক সময় আমেনা স্বামীর প্রথম বিয়ের কথা জানতে পারেন। এ নিয়ে শুরু হয় পারিবারিক কলহ। এ ছাড়া যৌতুকের জন্য প্রায়ই মারধর করা হত আমেনাকে। এরই জেরে ২৫ মার্চ গভীর রাতে ৫ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায় রাসেল। পরে সন্তানের কান্নাকাটিতে প্রতিবেশীরা গিয়ে মরদেহ উদ্ধার করে।
পাষণ্ড স্বামী রাসেলকে গ্রেফতারের পর সিআইডির এ কর্মকর্তা জানান, হত্যার কথা স্বীকার করেছে আসামি।
এদিকে গত ২০ মার্চ নেত্রকোনায় ঘটে ব্যবসায়ী হেকমত খুনের ঘটনা। আসামি মাসুদকে গ্রেফতারের পর সিআইডি বলছে, ধারের প্রায় ১ লাখ টাকা পরিশোধ না করতেই দোকানে ভেতরে ঢুকে খুন করা হয় হেকমতকে। লুট করা হয় ১০ লাখ টাকা। আসামি মাসুদ মিয়া ড্রাম ট্রাকের চালক।