বিনোদন ডেস্ক :
ভারতীয় জনপ্রিয় সিরিয়াল ‘অনুপামা’র অভিনয়শিল্পী পারাস কালনাওয়াতকে সিরিয়াল থেকে বরখাস্ত করা হয়েছে। পরিচিত রিয়েলিটি শো ‘ঝালাক দিখলা যা ১০’-এ অংশগ্রহণ করায় তাকে বাদ দেয়া হয় সিরিয়াল থেকে। এ নিয়ে এবার নতুন তথ্য দিলেন পারাস।
‘অনুপামা’ থেকে পারাসের চলে যাওয়া তার ভক্ত এবং সহশিল্পীদের জন্য বেশ আশ্চর্যজনক ছিল। রিয়েলিটি শো-তে অংশ নেয়ায় তার চুক্তি খণ্ডন করা হয় বলে জানা গেছে। নির্মাতারা জানান, তাদের কিছু না জানিয়েই এ সিদ্ধান্ত নিয়েছেন পারাস।
যদিও সম্প্রতি একটি সাক্ষাৎকারে পারাস জানান, সিরিয়াল কর্তৃপক্ষ জানত এ বিষয়ে। তিনি জানান, অনুপামার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে বিবৃতি জারি করা হয়েছে, তা রাজনৈতিক প্রচারণার কৌশল। সিরিয়ালের নির্মাতা রাজান শাহী পারাসকে বরখাস্তের পর তার সঙ্গে দেখা করতেও রাজি হননি।
আরও পড়ুন: শীর্ষ নায়কদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য মল্লিকার
এদিকে, ভক্তদের জন্য সবচেয়ে বেশি আশ্চর্যজনক বিষয় ছিল, অনুপামার নামচরিত্রের অভিনেত্রী রুপালি গাঙ্গুলীর পারাসের সঙ্গে যোগাযোগ না করা। পারাস জানান, তার অনস্ক্রিন মা রুপালির সঙ্গে তার পর্দার বাইরেও বেশ সখ্য ছিল অথচ তার বরখাস্তের পর রুপালিও তার কোনো খোঁজ নেননি। ‘আমি আসলে খুবই অবাক হয়েছি যে বরখাস্তের পর মাত্র কয়েকজন আমার সঙ্গে যোগাযোগ করেছেন।’
নির্মাতাদের চোখে ভালো থাকার জন্যই তার সহশিল্পীরা যোগাযোগ করেননি বলে ধারণা করছেন পারাস।
সূত্র: ইন্ডিয়া টাইমস
