হোম রাজনীতি অনাহারে দুগ্ধ শিশুরাও মায়ের কোলে ঘুমিয়ে পড়ছে : রাশেদ প্রধান

অনাহারে দুগ্ধ শিশুরাও মায়ের কোলে ঘুমিয়ে পড়ছে : রাশেদ প্রধান

কর্তৃক Editor
০ মন্তব্য 69 ভিউজ

রাজনীতি ডেস্ক:

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহসভাপতি ও ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা রাশেদ প্রধান বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে দেশের মানুষ মরতে বসেছে। মানুষের পকেটে টাকা নেই, পেটে ভাত নেই, ঘরে ঘরে হাহাকার। পরিবারের অভাবের কারণে অনাহারে দুগ্ধ শিশুরাও মায়ের কোলে ঘুমিয়ে পড়ছে। এমন পরিস্থিতি দেশের মানুষ ’৭১-এর যুদ্ধেও দেখেনি।

শনিবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাগপা আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, দেশে গত ৭ জানুয়ারি নির্বাচনের নামে প্রহসন হয়েছে। দেশবাসী জানতে চায়, এই প্রহসনের নির্বাচনে কারা ভোট দিল? কারা এমপি হয়ে শপথ নিল? কে সরকার? কার্যত দেশে এখন জনগণের সরকার নেই। কারণ, ৭ জানুয়ারির নির্বাচনী তামাশা সংখ্যাগরিষ্ঠ জনগণ প্রত্যাখ্যান করেছে।

লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেন, জনদাবি উপেক্ষা করে ফের নির্বাচনী তামাশার মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। এই সরকার ক্ষমতায় থাকলে নিত্যপণ্যের দাম কমবে না। কারণ, ক্ষমতাসীনদের ব্যবসায়ী সিন্ডিকেটের নিয়ন্ত্রণে নিত্যপণ্যের বাজার। তাই সংকট উত্তোরণে আন্দোলনে জনবিচ্ছিন্ন এই সরকারকে বিদায় করতে হবে। যত দ্রুত এদের বিদায় করা যাবে, ততই দেশ ও জনগণের মঙ্গল।

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কল্যাণ পার্টির একাংশের চেয়ারম্যান মো. শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান শওকত আমিন, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, সৈয়দ শফিকুল ইসলাম, লেবার পার্টির যুগ্ম মহাসচিব মো. শরিফুল ইসলাম, জাগপা ঢাকা মহানগরের সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, যুব জাগপার সহসভাপতি মাহিদুর রহমান বাবলা, জাতীয় ছাত্রসমাজের সভাপতি কাজী ফয়েজ আহমেদ, ছাত্র জমিয়তের সভাপতি মো. নিজামুদ্দিন আদনান, জাগপা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন