ক্রীড়া প্রতিবেদক :
কোচ চন্ডিকা হাথুরুসিংহের সময়ে দারুণ কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ। কিন্তু মাশরাফী-সাকিবদের সাফল্যের পথ দেখিয়ে হঠাৎ দায়িত্ব ছেড়ে নিজ দেশে ফিরে যান লঙ্কান কোচ। ক্রিকেটাররা এখনো তাঁর প্রশংসা করেন । এ সাক্ষাৎকারে হাথুরুসিংহেকে প্রশংসায় ভাসিয়েছেন সাকিব আল হাসান।
মাশরাফী বিন মোর্ত্তজার অধীনে বাংলাদেশের সাফল্য পাওয়ার পেছনে হাথুরুসিংহের কোচিং ভূমিকা রেখেছে বলে মনে করেন সাকিব। তাঁর মতে, ওই সময়ে বাংলাদেশের নেতৃত্বের অর্ধেকটাই দিতেন লঙ্কান কোচ।
লঙ্কান কোচ ও মাশরাফীর নেতৃত্বের ব্যাপারে সাকিব বলেন, ‘হাথুরুসিংহে যখন ছিলেন তখন অর্ধেক নেতৃত্ব তিনিই দিতেন। বাইরে থেকে বলে দিতেন, পরের ওভার কে বোলিং করবে। কে কোথায় দাঁড়াবে। ফিল্ডিং কেমন হবে। তাঁর সময়ে খুব একটা রোল প্লে করতে হতো না। সবাই জানত কার কোন কাজটা করতে হবে। সেই জায়গায় অনেক হেল্প হয়েছে।’
মাশরাফীর নেতৃত্বের প্রশ্ন আসলে একটি ঘুরিয়ে উত্তর দেন সাকিব, ‘আসলে সবারই কিছু না কিছু গুণ আছে, যে যার সময়ে ভালো করেছে। আর এই দিক থেকে ইতিবাচক হলো আমরা ওয়ানডেতে সবসময় ভালো করি। একটা ফরম্যাট তো আমরা ভালো করবই। অধিনায়ক থাকুক আর না থাকুক। এই ফরম্যাটে আমরা ভালো।’
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুনে পরিবর্তন না করার ব্যাপারেও মত দিয়েছেন সাকিব, ‘এখন অনেক সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়ার সমালোচনা দেখে নেওয়া হয়। যেটা ঠিক নয়। এটা না হওয়াই ভালো। পরিবর্তন করার জন্যই পরিবর্তন আনা উচিত না। এক-দুই ম্যাচ খারাপ করলে সোশ্যাল মিডিয়াতে আলোচনায় হয়। এটা ক্রিকেটারদের ওপর চাপ তৈরি হয়। বোর্ডের ওপর চাপ পড়ে। পরিবর্তন আনতে গিয়ে আরেকটি বাজে সিদ্ধান্ত নিতে হয়। এটা ঠিক নয়।’