হোম খেলাধুলা অধিনায়কত্ব পাওয়ার পরই অনুশীলনে সাকিব

খেলাধূলা ডেস্ক :

একদিন আগেই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পেয়েছেন সাকিব আল হাসান। নেতৃত্বভার পাওয়ার পরদিনই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করেছেন তিনি, সামনেই যে টাইগারদের এশিয়া কাপের মিশন। বড় দায়িত্বটা তো তার কাঁধেই, বিশ্বসেরা অলরাউন্ডার বলে কথা!

মিরপুরে দুই ঘণ্টার মতো জিম সেশনে কাটিয়েছেন সাকিব। এরপর তিনি ঘণ্টা দেড়েক দৌড়াদৌড়ি করেছেন। ব্যাটিং অনুশীলন করারও কথা রয়েছে তার। বিশ্বসেরা এ অলরাউন্ডারের এমন অভিপ্রায় দেখে মনে হতে পারে, ২০১৯ বিশ্বকাপের মতো এশিয়া কাপেও আরেকটা ‘সাকিব মাস্টারক্লাস’ প্রদর্শন হয়ে যেতেও পারে।

শনিবার (১৩ আগস্ট) সাকিবকে অধিনায়কত্ব দেয়ার দিনে এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ দলে স্থান পেয়েছেন সাব্বির রহমান। এক সময় দেশের অন্যতম হার্ডহিটার ব্যাটার হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। যদিও দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে এ তারকা।

সাব্বির সবশেষ বাংলাদেশের হয়ে খেলেছিলেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। ওই ম্যাচে মাত্র ১ রান করেন এ তারকা। ২০১৪ সালে টি-টোয়েন্টি দলে অভিষেকের পর এ পর্যন্ত ৪৪টি ম্যাচ খেলেছেন তিনি। ৪৩ ইনিংসে রান করেছেন ৯৪৬। যার গড় ২৪.৮৯ ও স্ট্রাইকরেট ১২০.৮১। এ ফরম্যাটে তার সর্বোচ্চ রানের ইনিংসটি ৮০।

১৭ সদস্যের বাংলাদেশ দলে আছেন নুরুল হাসান সোহানও। যদিও বর্তমানে ইনজুরিতে রয়েছেন তিনি। তবে বিসিবি নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, তার সম্পর্কে বিসিবির কাছে পজিটিভ রিপোর্ট রয়েছে। সে কারণেই উইকেটরক্ষক এ ব্যাটারকে দলে অন্তর্ভুক্ত করেছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের এশিয়া কাপের দল

সাকিব আল হাসান (অধিনায়ক) এনামুল হক, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী, সাইফ উদ্দিন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী মিরাজ, এবাদত হোসেন, পারভেজ ইমন, নুরুল হাসান সোহান, তাসকিন আহমেদ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন