হোম অন্যান্যসারাদেশ অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পাওয়ায় নড়াইল জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে পুলিশ সুপার প্রবীর কুমার রায়কে অভিনন্দন

নড়াইল অফিস :

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় অতিরিক্ত ডিআইজি পদোন্নতি পাওয়ায় নড়াইল জেলা প্রেসক্লাবের পক্ষে থেকে শুভেচ্ছা ও ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে। শনিবার ৪ জুন দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, সাধারন সম্পাদক এডঃ আজিজুল ইসলাম,সাবেক সভাপতি মোস্তফা কামাল, যুগ্ন সম্পাদক নন্দীতা বোস, অর্থ সম্পাদক আব্দুল কাদের,দপ্তর সম্পাদক স্বপন কুমার দাস,নির্বাহী সদস্য জহির উদ্দিন ঠাকুর, ইমরান হোসেন, বাবর আলী প্রমুখ।

উল্লেখ‌্য, সম্প্রতি দেশে বিভিন্ন জেলার পুলিশ সুপার থেকে তাদের অতিরিক্ত ডি আই জি হিসাবে পদোন্নতি করা হয়েছে। তিনি জেলায় মোটর সাইকেল চালকদের হেলমেট থাকলে ফুলের শুভেচ্ছা, না থাকলে মামলা নীতি প্রচলন করেন। নড়াইলে তার কমমর্য় সপ্ল সময়ে বিভিন্ন কর্মকান্ডে সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। টাকা ছাড়ায় পুলিশের চাকুরী হয়েছে, বিশেষ করে জেলার গত ইউনিয়ন নির্বাচন নিরপেক্ষ,সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করে জন সাধারনের মাঝে আস্থার নজির স্থাপন করেন। এছাড়া নড়াইলে যোগদানের পর থেকে সুনামের সহিত জেলার আইন শৃংখলা বজায় রাখেছেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন