হোম অন্যান্যসারাদেশ অতিবৃষ্টিতে বীজতলা নির্নয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ পেতেচায় কৃষক

অতিবৃষ্টিতে বীজতলা নির্নয়ে কৃষি কর্মকর্তার পরামর্শ পেতেচায় কৃষক

কর্তৃক
০ মন্তব্য 155 ভিউজ

জামাল উদ্দীন :
প্রকৃতিক বিপর্যয়ে বোরো ধান নষ্ট ক্ষেতে।আমন চাষে কৃষকরা ঘুরে দাড়ানোর চেষ্টা করলেও চারা উৎপাদন করতে না পারায় দিশেহারা হয়ে পড়েছে।আষাঢ় মাসের শুরতেই চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করা হয়।মৌসুমের শুরতেই অতিবৃষ্টি বীজতলা তৈরির সুযোগ পাচ্ছে না কৃষকরা।বীজতলা নির্নয় এর জমি পানিতে নিমজ্জিত। সঠিক সময়ে বীজতলায় চারা উৎপাদন না হলে আমন ধান উৎপাদন ব্যাহত হতে পারে।করোনা ভাইরাসের মধ্যে অধিক ফসল উৎপাদন না হলে দুর্ভিক্ষ দেখা দিতে পারে।তাই কৃষকরা পানিতে নিমজ্জিত জমিতে চারা উৎপাদন করতে পারে সে জন্য কৃষি কর্মকর্তাদের পরামর্শ জরুরী।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন