জাতীয় ডেস্ক :
রাজধানীতে বাসের ভেতর অজ্ঞানপার্টির খপ্পরে পড়েছেন মো. শামীম (৩৫) নামে এক ব্যবসায়ী। তার কাছ থেকে আনুমানিক দুই লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সোমবার (৮ আগস্ট) উদ্ধারের পর বিকেল ৫টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে তার মামাতো ভাই মো. আ. কাউয়ুম জানান, শামীমের বাড়ি নেত্রকোনার আটপাড়া উপজেলার দৌলতপুর গ্রামে। তার বাবার নাম অহেদ আলী মাস্টার। মোহনগঞ্জ উপজেলায় তার মোবাইল ফোন বিক্রির ব্যবসা রয়েছে।
তিনি জানান, গতকাল রোববার (৭ আগস্ট) শামীম গ্রাম থেকে ঢাকায় আসেন। এরপর মিরপুরে এক আত্মীয়ের বাসায় ছিলেন। আজ দুপুরে মোবাইল সেট কেনার জন্য গুলিস্তান যান। বিকেল ৪টার দিকে শামীমই তাকে ফোন দিয়ে জানান, বাসের ভিতর তাকে কেউ কিছু খাইয়েছে। পরে বিকেল ৪টার দিকে তিনি গুলিস্তান ট্রেড সেন্টার থেকে অচেতন অবস্থায় শামীমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
তার কাছ থেকে ব্যবসার আনুমানিক ২ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন স্বজনরা।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, স্টোমাক ওয়াশ করানোর পর তাকে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে।
