খেলাধূলা ডেস্ক:
উসমান খাজার দারুণ ব্যাটিংয়ে লিড নেওয়ার স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। আর সেটা খুবই সম্ভবপরও ছিল। কিন্তু বাধ সাধলেন ওলে রবিনসন। বিধ্বংসী এক স্পেলে প্রথমে ফেরালেন খাজাকে। এরপর বালির বাধের মতো উড়ে গেল অস্ট্রেলিয়ার লোয়ার অর্ডার। তাতে লিড পেল স্বাগতিক ইংল্যান্ড।
রোববার (১৮ জুন) এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে ৩৮৬ রানেই গুটিয়ে গেছে সফরকারী অস্ট্রেলিয়া। তাতে ৭ রানের লিড পেয়েছে স্বাগতিক ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ১৪১ রানের ইনিংস খেলেন উসমান খাজা। এছাড়া অর্ধশতকের দেখা পান ট্রাভিস হেড ও অ্যালেক্স ক্যারি।
৫ উইকেটে ৩১১ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা অজিরা তৃতীয় দিনে পঞ্চম ওভারে হারায় ষষ্ঠ উইকেট। অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে এই টেস্টে প্রথম উইকেটের দেখা পান জেমস অ্যান্ডারসন। ৯৯ বলে ১০ চার ও ১ ছয়ে ৬৬ রান করে বোল্ড হয়ে যান ক্যারি। তাতে ভেঙে যায় ১১৮ রানের জুটি।
সপ্তম উইকেট জুটিতে আরও ৩৮ রান যোগ করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের সংগ্রহ ছাড়িয়ে যেতে তখনও তাদের দরকার ২২ রান। কিন্তু এবার বিদায় নেন সেঞ্চুরিয়ান খাজা।
বেন স্টোকস দ্বিতীয় দিনের মতোই ফের ওলটপালট করে সাজান ফিল্ডিং। আঁটসাঁট ফিল্ডিং সাজিয়ে বল তুলে দেন রবিনসনের হাতে। আর তা কাজ করে ম্যাজিকের মতো। রবিনসনের প্রায় ইয়োর্কার লেন্থের বল খাজার ব্যাট গোলে সোজা উড়িয়ে দেয় স্টাম্প। ৩২১ বলে ১৪ চার ও ৩ ছয়ে ১৪১ রানে থামেন খাজা।
এরপর আর বেশিক্ষণ টেকেনি অস্ট্রেলিয়ার ইনিংস। কামিন্স চেষ্টা করছিলেন টেনে নিতে, কিন্তু ৩৭৭ রানে লায়ন ও ৩৭৮ রানে বোলান্ডও ফিরে যান। লায়নকে ফেরান রবিনসন, বোলান্ডকে ব্রড। শেষ উইকেট হিসেবে অধিনায়ক প্যাট কামিন্স বিদায় নেন ৩৮ রান করে। অস্ট্রেলিয়া তখন ইংল্যান্ডের চেয়ে পিছিয়ে মাত্র ৭ রানে। তাকেও ফেরান রবিনসন।
ইংল্যান্ডের পক্ষে স্টুয়ার্ট ব্রড ও রবিনসন ৩টি করে উইকেট শিকার করেন। মঈন আলি পান ২ উইকেট। বাকি দুই উইকেট ভাগাভাগি করেন অ্যান্ডারসন ও স্টোকস।