নড়াইল অফিস :
বিশ^বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে আগামী ৭ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি ১৪ দিনব্যাপী সুলতান মেলা অনুষ্ঠিত হবে। ১৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমুলক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সুলতান কমপ্রেক্সে কেক কেটে মেলার উদ্বোধন করা হবে।
জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান, পিপি অ্যাডভোকেট এমদাদুল হক, পৌর মেয়র আন্জুমান আরা,নড়াইল জেলা প্রেস ক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, নড়াইল চেম্বার অব কমার্সের সভাপতি মো. হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,নড়াইল পৌর কাউন্সিলন শরফুল আলম লিটু, সহকারী অধ্যাপক মলয় নন্দী, আব্দুর রশিদ মন্নু প্রমুখ।
জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন,গত দুই বছর করোনার জন্য সুলতান মেলা অনুষ্ঠিত হয়নি। তাই এবারে আমারা জাঁকজমক পূর্ণভাবে করতে চাই । এ সময় তিনি মেলা সুন্দর ও সফল করতে সকলে সহযোগিতা কামনা করেন।
১৪ দিন ব্যাপি এই মেলায় বিভিন্ন আয়োজনের মধ্যে থাকছে- শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী ও রচনা প্রতিযোগিতা, লাঠিখেলা, হা-ডু-ডু, ভলিবল, ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা, সাইকেল রেস, দড়ি টানাটানি, ভ্যান গাড়ি দৌড়, গরু দৌড়, চিবুড়ি, স্থানীয় ও জাতীয় পর্যায়ের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া প্রতিদিন এস এম সুলতানের জীবন ও কর্মের ওপর সেমিনার অনুষ্ঠিত হবে।
