নড়াইল প্রতিনিধি:
নড়াইলের সমাজসেবা অধিদপ্তর হতে দর্জিবিজ্ঞানের ওপর ৬০দিন প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন পেলো ৪১ জন অসহায় নারী। প্রশিক্ষণকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে তাদেরকে নগদ ১০হাজার করে টাকা দেয়া হয়েছে।
সোমবার সকাল ১০টায় জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসব নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। সেলাই মেশিন বিতরণ করেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেএম মিজানুর রহমান খান, পৌর সমাজ সেবা অফিসার সুজাউদ্দীন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
বক্তারা, প্রশিক্ষণকে কাজে লাগিয়ে সেলাই মেশিন দিয়ে কাজের মাধ্যমে স্বালম্বী হয়ে ওঠার আহবান জানান। আগামীতে আরো অসহায় নারীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার এ ধারা অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।