হোম খেলাধুলা ৫ উইকেট নিয়ে কপিল দেবের পাশে বুমরা

৫ উইকেট নিয়ে কপিল দেবের পাশে বুমরা

কর্তৃক Editor
০ মন্তব্য 50 ভিউজ

স্পোর্টস ডেস্ক:

হেডিংলি টেস্টের তৃতীয় দিন ইংল্যান্ডের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন পেসার জসপ্রীত বুমরা। তাতে ভারতের হয়ে ইতিহাসের অংশ হয়ে গেছেন তিনি। কিংবদন্তি কপিল দেবের কীর্তি স্পর্শ করেছেন। অ্যাওয়ে টেস্টে ভারতের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট শিকারের তালিকায় এখন কপিলের পাশে রয়েছে বুমরার নাম।

তিন দিনের লড়াইয়ের পর টেস্ট এখন ভারসাম্য অবস্থাতে আছে। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বুমরা ৮৩ রানে নিয়েছেন ৫ উইকেট। তাতে বিদেশের মাটিতে কপিল দেবের সর্বোচ্চ ১২বার ৫ উইকেট নেওয়ার কীর্তিতে ভাগ বসিয়েছেন তিনি। তার ৫ উইকেট শিকারে ইংল্যান্ডকে ৪৬৫ রানে আটকাতে পেরেছে ভারতীয় দল। জবাবে ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯০ রানে দিন শেষ করেছে। তাদের লিড এখন ৯৬ রান।

ম্যাচের পর কীর্তি গড়া বুমরা বলেছেন, ‘ম্যাচ এখনও সমান সমান অবস্থাতে আছে। এখন আমাদের ব্যাটিংটা ভালো করতে হবে। উইকেট কিছুটা অসম। ফলে ম্যাচটা জমজমাট হতে চলেছে।’

ভারতীয় দল আশা করছে, বুমরা হয়তো ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসেও একই বোলিংয়ের পুনরাবৃত্তি করবে। কিন্তু অভিজ্ঞ এই পেসারকে সিরিজের সবগুলো টেস্টে পাওয়া যাবে না। পিঠের চোটে তিন টেস্টে খেলারা কথা তার। তবে বুমরা এখনও অনিশ্চিত কোন কোন টেস্টে তিনি সাইড লাইনে থাকবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন