হোম অন্যান্যসারাদেশ ৫টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯মার্চ) বেলা ১১টায় উপজেলার আঞ্জুরহাট বকসি মৎস্যঘাট,চর কলমী ও মানিকা ইউনিয়নে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় ফরাজি ব্রিকস,মাওয়া ব্রিকস,রিফাত ব্রিকস, রাত্রি ব্রিকস ও আখন ব্রিকস নামের ৫টি অবৈধ ইট ভাটাসহ ভাটায় ব্যবহৃত ৪টি স-মিল বেকু,ট্রাক ও ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পানি দিয়ে গুড়িয়ে দেয়।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল র‌্যাব -৮ এর এএসপি সঞ্জয় কুমার সরকার,ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম মিয়া,ভোলা সদর পুলিশ পরিদর্শক রেজাউল করিমসহ আরও অনেকে।
এ বিষয়ে ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম জানান, বনের কাঠ পুড়িয়ে পরিবেশের ক্ষতি সাধন ও ছাড়পত্র বিহীন ইট ভাটা তৈরী করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন