হোম খেলাধুলা ৪১৮ কোটি টাকায় ম্যাগুয়েরকে বিক্রি করতে রাজি ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক:

লেস্টার সিটির হয়ে দারুণ পারফর্ম করা হ্যারি ম্যাগুয়েরকে ডিফেন্ডারদের দলবদলের বিশ্বরেকর্ড গড়ে দলে এনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। দিয়েছিল অধিনায়কত্বের আর্মব্যান্ডও। অথচ সেই ম্যাগুয়েরই সময়ের সঙ্গে পরিণত হয়েছেন উপহাসের পাত্রে। নামের প্রতি সুবিচার করতে না পারায় নতুন মৌসুমের আগে অধিনায়কত্বও হারিয়েছেন। এবার ইউনাইটেড ছাড়ার দ্বারপ্রান্তে ইংল্যান্ডের এই তারকা ডিফেন্ডার।

ম্যানচেস্টার ইউনাইটেডে শেষ হচ্ছে হ্যারি ম্যাগুয়ের অধ্যায়। ওয়েস্ট হ্যামের কাছে এই ৩০ বছর বয়সী ডিফেন্ডারকে বিক্রি করতে রাজি হয়েছে রেড ডেভিলরা। এমন খবরই দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। ম্যাগুয়ের ও সাউদাম্পটনের জেমস ওয়ার্ড-প্রাউসকে সব মিলিয়ে ৬০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভেড়াতে চলেছে হ্যামাররা। সে হিসেবে ৩০ মিলিয়ন পাউন্ড বা বাংলাদেশি মুদায় ৪১৮ কোটি ৩২ লাখ টাকায় হ্যামারদের শিবিরে যোগ দিচ্ছেন ম্যাগুয়ের।

ম্যাগুয়েরকে বিক্রি করতে রেড ডেভিলরা সম্মত হলেও তিনি এখনও হ্যামারদের সঙ্গে ব্যক্তিগত বিষয়াদি নিয়ে ঐক্যমত্যে পৌঁছোতে পারেননি। তবে ধারণা করা হচ্ছে, শিগগিরই তাদের মধ্যে চুক্তির বিষয়াদি নিয়ে ঐক্যমত্য হবে।

২০১৯ সালে ৮০ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যাগুয়েরকে লেস্টার সিটি থেকে দলে ভেড়ায় ইউনাইটেড। ডিফেন্ডারদের মধ্যে এটিই সবচেয়ে ব্যয়বহুল দলবদলের ঘটনা।

সবশেষ মৌসুমে ফিওরেন্টিনাকে হারিয়ে উয়েফা কনফারেন্স লিগ জিতেছে ওয়েস্ট হ্যাম। এরপরই অধিনায়ক ডেকলান রাইস হ্যামারদের শিবির ছেড়ে আর্সেনালে পাড়ি জমান। বড় অঙ্কের অর্থ হাতে আসায় দলবদলের বাজারে এবার দারুণ সক্রিয় তারা। এরই মধ্যে ইতালিয়ান স্ট্রাইকার জিয়ানলুকা স্ক্যামাক্রাকে দলে ভিড়িয়েছে। এছাড়া রাইসের বদলি হিসেবে আয়াক্স থেকে এডসন আলভারেজকেও দলে ভেড়ানোর পথে রয়েছে তারা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন