জাতীয় ডেস্ক :
নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে ৩ হাজার ৮৮০ পিস ইয়াবাসহ মো. বাবর উদ্দিন (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৩।
সোমবার (১ আগস্ট) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ারচর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক মো. বাবর উদ্দিন চট্টগ্রামের ফটিকছড়ির ভক্তপুর এলাকার মৃত মো. মূসার ছেলে।
মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে ঢাকার টিকাটুলিতে র্যাব-৩-এর সদর দফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে র্যাব-৩-এর সহকারী পরিচালক (মিডিয়া) বীণা রানী দাস পিপিএম বার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে এক মাদক কারবারি ইয়াবা ট্যাবলেটের চালান নিয়ে যাত্রীবাহী বাসে চট্টগ্রাম থেকে ঢাকার অভিমুখে আসছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব-৩-এর আভিযানিক দল সোমবার রাতে ইয়াবাসহ তাকে আটক করে।
তিনি আরও জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা ট্যাবলেট কিনে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।