হোম জাতীয় ২৯ বছর বিচার স্থগিত থাকা মামলার কার্যক্রম শুরুর নির্দেশ

জাতীয় ডেস্ক :

চট্টগ্রামের বাঁশখালী থানার অস্ত্র আইনের ১টি মামলার বিচার কার্যক্রম ২৯ বছর স্থগিত থাকার পর মামলার কার্যক্রম শুরুর নির্দেশ নিয়েছেন হাইকোর্ট। রোববার (২৭ নভেম্বর) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি শাহেদ নুরুদ্দীনের যৌথ বেঞ্চ এ নির্দেশ দেন।

বাঁশখালী থানার মামলায় চট্টগ্রাম বাঁশখালী থানার চম্বল ইউনিয়নের চেয়ারম্যান মজিবুল হক চৌধুরী এবং দরখাস্তকারী আহম্মদ ছফাকে অভিযুক্ত করে ১৯৯২ সালের ২৬ ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করা হয়। পরবর্তীতে ওই মামলায় চার্জগঠন হয়।

এই মামলায় জামিনপ্রাপ্ত আসামি আহম্মদ ছফা চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে আবেদন করলে ১৯৯৩ সালের ১ জানুয়ারি মামলার সব কার্যক্রম রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট।

কিন্তু অত্র মামলার শুরু থেকে পলাতক ১নং আসামি মজিবুল হক চৌধুরী। এই মামলার কার্যক্রম বন্ধ থাকায় বাদীপক্ষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন মর্মে বিষয়টি হাইকোর্টের নজরে আনেন অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।

শুনানি শেষে রুলটি খারিজ করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য চট্টগ্রাম বিশেষ ট্রাইব্যুনাল আদালত-২ কে নির্দেশ দেন উচ্চ আদালত।

দীর্ঘ ২৯ বছর মামলাটি বিনা বিচারে হাইকোর্টে পেন্ডিং থাকায় আদালত উষ্মা প্রকাশ করেন। মামলায় দরখাস্তকারীর পক্ষে ছিলেন অ্যাভোকেট জাহিদুল বারী ও অ্যাভোকেট জহিরুল ইসলাম।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন