হোম খুলনাসাতক্ষীরা ২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান, দুই লক্ষাধিক জনসমাগমের টার্গেট

২৭ জানুয়ারি সাতক্ষীরায় আসছেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান, দুই লক্ষাধিক জনসমাগমের টার্গেট

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

আগামী ১২ ফেব্রুয়ারি-২০২৬ দেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের প্রত্যাশায় সাতক্ষীরায় বিশাল জনসভার ডাক দিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগমের টার্গেট নির্ধারণ করা হয়েছে। উক্ত জনসভা সফল করতে রোববার বেলা সাড়ে ১২টায় শহরের মুনশিপাড়াস্থ জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শফিকুল ইসলাম মুকুল।
তিনি জানান, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক ও মানবিক মানুষ ডা. শফিকুর রহমান আগামী ২৭ জানুয়ারি-২০২৬ বেলা ১২টায় সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। এসময় তিনি সাতক্ষীরাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। জেলা জামায়াতের পক্ষ থেকে এই জনসভায় দুই লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশ এখন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে এবং ২৭ জানুয়ারির এই সমাবেশ সফল করতে জাতির জাগ্রত বিবেক সাংবাদিক সমাজ, প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সাতক্ষীরার আপামর জনসাধারণের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সাতক্ষীরাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই সমাবেশ সার্থক ও সফল হবে যা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে এক অনন্য মাত্রা যোগ করবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর শেখ নুরুল হুদা, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি ওমর ফারুক, কর্মপরিষদ সদস্য এড. আজিজুর রহমান, অফিস সম্পাদক রুহুল আমিন, এবি পার্টির জেলা কমিটির সদস্য সচিব সালাহ উদ্দীন প্রমুখ। এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন