হোম জাতীয় ২৪ ঘণ্টার পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অধিদফতর

জাতীয় ডেস্ক :

আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সেমাবার (১২ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন তারা।

এতে আরও বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এ ছাড়া ঢাকায় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

তবে আগামী তিন দিনের (৭২ ঘণ্টা) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, তাপমাত্রা হ্রাস পেতে পারে।

সোমবার (১২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১.৮ ডিগ্রি সেলসিয়াস ছিল তেঁতুলিয়ায় এবং সর্বোচ্চ ৩১.২ ডিগ্রি সেলসিয়াস ছিল টেকনাফে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩২ মিনিটে এবং সোমবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন