হোম খুলনাবাগেরহাট ২১ নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে মোংলায় বিএনপির সংবাদ  সম্মেলন

২১ নেতাকর্মীদের নামে মামলার প্রতিবাদে মোংলায় বিএনপির সংবাদ  সম্মেলন

কর্তৃক Editor
০ মন্তব্য 110 ভিউজ
জসিম উদ্দিনঃ
মোংলা পৌর বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র এবং মোংলা বন্দর বার্থ অপারেটর এসোসিয়েশনের সাধারন সম্পাদক আলহাজ্ব মোঃ জুলফিকার আলী,সাবেক প্যানেল মেয়র  ও যুবদল নেতা আলা উদ্দিনসহ যুবদল,শ্রমিকদল ও মহিলা দলের ২১ নেতা কর্মির নামে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।
বুধবার(২১ মে) দুপুরে মোংলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ইমরান হোসেন ও সদস্য সচিব মাহবুবুর রহমান মানিকসহ বিএনপি ও আঙ্গসংগঠনের শতাধিক নেতা কর্মি উপস্থিত ছিলেন। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন, ইমরান হোসেন। তিনি বলেন, এনসিপির নেতা দাবী করে গত ২০ মে মোংলা থানায় একটি মামলা দায়ের করে তিতুমির নামে জনৈক ব্যাক্তি। মামলার বাদি মুলত বিএনপির জনপ্রিয়তা কমাতে এলাকার বিএনপির জনপ্রিয় নেতা,সাবেক জন প্রতিনিধি ও ব্যবসায়ী জুলফিকার আলীর সুনাম নষ্ট করতে এই মামলা দায়ের করেছেন। তিনি আরো দাবী করেন,এই মামলার সকল অভিযোগ মিথ্যা ও কাল্পনিক।   প্রহসন মুলক দায়ের করা এই মামলা দ্রæত  প্রত্যাহারের দাবি জানানো হয়।
জানাযায়, গেল মে দিবসে শ্রমিক সমাবেশ ও বন্দর শ্রমিক কর্মচারী সংঘের নেতৃত্বকে কেন্দ্র করে এনসিপি ও শ্রমিকদের  সাথে হাতাহাতির ঘটনাঘটে। এসময় শ্রমিকদের ধাওয়ায় মোংলা ছেড়ে পালিয়ে যায় এনসিপির শ্রমিক সংগঠনের নেতা কর্মিরা। সেসময় হাতাহাতির ঘটনায় আহত হয় তিতুমীরসহ দুই পক্ষের কয়েকজন শ্রমিক। বিএনপির পক্ষ থেকে দাবী করা হয় শ্রমিক সমাবেশে বিশৃংখলা করতে গিয়ে শ্রমিকদের ধাওয়া খেয়ে পালিয়ে গিয়ে এখন বিএনপির নেতা কর্মিদের সম্মান ক্ষুন্ন করতে মাঠে নেমেছে এনসিপির পরিচয় দেওয়া এই ব্যাক্তি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন