হোম খেলাধুলা ২০২৬ আইপিএলেও খেলবেন ধোনি

২০২৬ আইপিএলেও খেলবেন ধোনি

কর্তৃক Editor
০ মন্তব্য 91 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
৪৪ বছর হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনির। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগটা খেলে যাচ্ছেন। বয়সের কারণে প্রতি আসরের আগে ভারতের এই লিগে তার খেলার সম্ভাবনা কিংবা অবসর সম্ভাবনা থাকে আলোচনার বিষয়। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক সহজেই ২২ গজ ছাড়ছেন না। চেন্নাই সুপার কিংসের (সিএসকে)- কিংবদন্তি অধিনায়ক খেলবেন আগামী ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও। এ তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি নিজেই।

চেন্নাইর প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথন ক্রিকবাজকে জানান, ‘ধোনি আমাদের জানিয়েছেন যে তিনি পরের মৌসুমে খেলবেন।’ এমন ঘোষণার ফলে ধোনির অংশগ্রহণ নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটেছে।

২০০৮ সালে চেন্নাইর যাত্রা শুরুর সময় থেকেই ধোনির সঙ্গে কাজ করে আসছেন বিশ্বনাথন। সম্প্রতি তিনি ভক্তদের আশ্বস্ত করেছেন যে ভারতের সাবেক অধিনায়ককে ২০২৬ মৌসুমেও মাঠে দেখা যাবে।

ধোনির মতোই ফ্র্যাঞ্চাইজিটির সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিশ্বনাথন। ফ্র্যাঞ্চাইজিটির মালিক এন. শ্রীনিবাসনের ঘনিষ্ঠ সহযোগীও তিনি।

গত মৌসুমে চেন্নাইকে বেশ সংগ্রাম করতে হয়েছে। নিয়মিত অধিনায়ক রুতুরাজ গায়কোয়াডের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন ধোনি। তবে এবার অভিজ্ঞ এই ক্রিকেটার হয়তো ভালো একটি মৌসুমের মধ্য দিয়ে ক্যারিয়ারের সুন্দর সমাপ্তি টানতে চাইবেন।

ধোনি আইপিএলের প্রায় পুরো ক্যারিয়ারই চেন্নাইয়ের জার্সিতে কাটিয়েছেন। কেবল দুই বছর ফ্র্যাঞ্চাইজিটি নিষিদ্ধ থাকায় ভিন্ন দলে খেলেছিলেন।

আগামী মৌসুমে নামলে এটি হবে চেন্নাইয়ের হয়ে তার ১৭তম এবং আইপিএলে মোট ১৯তম মৌসুম। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ২৪৮ ম্যাচে ধোনি করেছেন ৪ হাজার ৮৬৫ রান এবং তার নেতৃত্বে পাঁচটি শিরোপাও জেতে তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন