নিউজ ডেস্ক:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘১৭ তারিখেই মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে, এটা কনফার্ম। এটা কোর্ট থেকে জানিয়ে দিয়েছে। এটার জন্য আইনশৃঙ্খলা বাহিনী যা যা প্রস্তুতি নেওয়ার, নিয়েছে। এ ক্ষেত্রে কোনো ধরনের আশঙ্কা নেই। সবকিছু ভালোভাবে হয়ে যাবে এবং আমরা যার যার দায়িত্ব ভালোভাবে পালন করব। কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না। এখানে কোনো চ্যালেঞ্জ নেই।’
শনিবার দুপুর আড়াইটায় পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে। এজন্য আমরা যা যা প্রস্তুতি নেওয়া দরকার নিয়েছি। প্রশিক্ষণ চলছে। জনগণ এবং রাজনৈতিক দল নির্বাচনমুখী হয়ে গেছে, সেজন্য কোনো সমস্যা হবে না। নির্বাচন খুব শান্তিপূর্ণভাবে হবে। নির্বাচনের আগে লটারির মাধ্যমে মাঠ প্রশাসন আবার ঢেলে সাজানো হবে। নির্বাচনের আগে ৯ দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মাঠে নামবে—আগে ৫ দিন, নির্বাচনের ১ দিন এবং পরে ৩ দিন। নির্বাচনের সময় মাঠে এক লাখ সেনাবাহিনী, দেড় লাখ পুলিশ, ৩৫ হাজার বিজিবি, ৫ হাজার নৌবাহিনী, ৪ হাজার কোস্টগার্ড, ৮ হাজার র্যাব ও সাড়ে ৫ লাখ আনসার সদস্য থাকবে। আনসারের জন্য একটি করে হাতিয়ার এবং বডি ক্যামেরা থাকবে।’
এ ছাড়া তিনি আরও বলেন, ‘কোনো বিশৃঙ্খলার সময়ই পুলিশ নিষ্ক্রিয় থাকে না, সব সময় দায়িত্ব পালন করে। তবে জনবল সংকট রয়েছে।’
এর আগে তিনি ঢাকা থেকে দুপুর দেড়টার দিকে পটুয়াখালী সার্কিট হাউসে পৌঁছান। পরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং করেন। এ সময় বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ আলম, পটুয়াখালী জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরী ও পটুয়াখালী পুলিশ সুপার আনোয়ার জাহিদসহ পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি পটুয়াখালী পুলিশ লাইনস, কোস্টগার্ডের একমাত্র প্রশিক্ষণ ঘাঁটি বিসিজি বেইস ‘অগ্রযাত্রা’ পরিদর্শন শেষে কুয়াকাটার ট্যুরিস্ট পুলিশ ও নৌ–পুলিশ ক্যাম্প পরিদর্শনের উদ্দেশ্যে রওনা দেন। রাতে তিনি কুয়াকাটায় রাত্রিযাপন করবেন।
