হোম অন্যান্যসারাদেশ ১৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

নিউজ ডেস্ক:
মিয়ানমারের রাখাইন উপকূলীয় জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার অভিযোগে বাংলাদেশি তিনটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে আরাকান আর্মি। আটক জেলেদের মধ্যে কয়েকজন রোহিঙ্গা বলেও জানা গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাখাইনভিত্তিক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করে সশস্ত্র এই গোষ্ঠী।

টেকনাফ পৌরসভার কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, সেন্ট মার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় আরাকান আর্মি টেকনাফ পৌরসভার কলেজপাড়া এলাকার বাসিন্দা জাকিরের মালিকানাধীন একটি ট্রলারসহ ৬ জন রোহিঙ্গা জেলেকে আটক করে নিয়ে যায়। আরাকান আর্মির হেফাজতে দুইটি ট্রলারের আরও ১০ জন জেলে আটক থাকলেও সেসব ট্রলার মালিক ও জেলেদের পরিবারের থেকে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাদের বিষয়েও খোঁজখবর নেওয়া হচ্ছে।

মায়ানমার রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, বাংলাদেশি মাছ ধরার নৌকার অবৈধ অনুপ্রবেশ রোধে আরাকান কোস্টাল সিকিউরিটি পেট্রোল নিয়মিত টহল পরিচালনা করছে। গত মঙ্গলবার বিকেলে মংডু টাউনশিপের থাওয়াইং চাউং গ্রামের পশ্চিম সাগর থেকে ৬ জন জেলেসহ একটি ট্রলার আটক করা হয়।

একই দিন রাথেডং টাউনশিপ উপকূল থেকে প্রায় ৩.৫৮ কিলোমিটার দূরে আরেকটি অভিযানে আরও দুটি ট্রলারসহ ১০ জেলেকে আটক করে আরাকান আর্মি। ট্রলারগুলোর জাল, মাছ ও অন্যান্য সামগ্রীও জব্দ করা হয়েছে।

আরাকান আর্মির হাতে আটক তিনটি ট্রলার ও ১৬ জেলেকে জব্দকৃত মালপত্রসহ তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আরাকান অঞ্চলের আইন অনুযায়ী, তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে আরাকান আর্মির বরাত দিয়ে দাবি করেছে গ্লোবাল আরাকান নেটওয়ার্ক।

প্রসঙ্গত, ২০২৫ সালের ১৮ জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত আরাকান কর্তৃপক্ষ দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা মুক্ত করে দেয়। তবে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রত্যাশিত প্রতিক্রিয়া না পাওয়ায় সাম্প্রতিক অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় আরাকান কর্তৃপক্ষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন