রাজনীতি ডেস্ক:
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদের ১৪ দলের সভা চলছে।
শুক্রবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা শুরু হয়।
সভায় উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলামসহ ১৪ দলীয় নেতাকর্মীরা।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ৭ তারিখের পর আরও প্রতিবাদ সভা করা হবে। বিএনপি জামায়াতের নৈরাজ্য বন্ধ করতে যা যা করা প্রয়োজন তা ১৪ দল করবে। কোনোভাবেই তাদের মাথা উঁচু করে দাঁড়াতে দেয়া যাবে না।
এদিকে গত বুধবার (২ আগস্ট) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশ করে ১৪ দল। এতে, সাংবিধানিক ধারা অব্যাহত রাখার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন ১৪ দলের নেতারা।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জোটের নেতারা বলেন, দেশে আর কোনো অসাংবিধানিক সরকার ক্ষমতায় আসতে পারবে না। যে কোনো মূল্যে সাংবিধানিক ধারা অব্যাহত রাখা হবে। ১৪ দল ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের লড়াইয়ে শামিল হবে এবং বাংলাদেশকে রক্ষা করবে। একই সঙ্গে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।