হোম খেলাধুলা ১৩ ফুটবলারকে বাজারে তুলছে ম্যানচেস্টার ইউনাইটেড

খেলাধূলা ডেস্ক:

দলের ফান্ড গঠনে ১৩ জন ফুটবলারের একটি তালিকা তৈরি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চলতি গ্রীষ্মকালীন দলবদলে তালিকায় থাকা ফুটবলারদের বিক্রি করে বেশ ক’জন ফুটবলার কেনার পরিকল্পনা করেছে তারা।

২০২২-২৩ মৌসুমে নতুন কোচ এরিক টেন হ্যাগকে দলে আনে ইউনাইটেড। এরপর দলকে নতুন ভাবে সাজাতে কাড়ি কাড়ি অর্থ খরচ করেছেন এই ডাচ কোচ। নতুন মৌসুমে শুরু আগে নতুন বেশকিছু ফুটবলার কেনার পরিকল্পনা করেছেন টেন হ্যাগ। অন্তত একজন করে গোলরক্ষক, মিডফিল্ডার ও স্ট্রাইকার তার চায়-ই।

তবে উয়েফার আর্থিক নীতি মানতে ১২০ মিলিয়নের বেশি খরচ করতে পারবে না ক্লাবটি। যার জন্য ম্যানইউ কোচ খেলোয়াড় বিক্রি করে ফান্ড গঠন করতে চান। টেন হ্যাগের পরিকল্পনা হচ্ছে; খেলোয়াড় বিক্রি থেকে অন্তত ১০০ মিলিয়ন ইউরো ঘরে তোলা। হাতে থাকা ১২০ মিলিয়ন ও খেলোয়াড় বিক্রির ওই ১০০ মিলিয়ন মিলিয়ে নতুন খেলোয়াড় কিনতে চান ডাচম্যান।

ফান্ড গঠনের জন্য তিনি ১৩ ফুটবলারকে বাজারে তুলতে চান বিক্রির উদ্দেশ্যে। যাদের মধ্যে রয়েছেন; হ্যারি ম্যাগুয়ার, জেডন সাঞ্চো, ম্যাকটমিনি এবং অ্যান্তোনিও মার্শিয়াল। এছাড়া ভিক্টর লিনডলফ, ওয়ান বিশাকা, ফ্রেড, ভ্যান ডি বিক, ফিল জোনস, এলেঙ্গা, অ্যালেক্স টেলেস, ডিন হ্যান্ডারসনদের জন্য ভালো প্রস্তাব পেলে তাদের ছেড়ে দিতে চান ম্যানইউ কোচ।

চলতি দলবদলে ম্যানচেস্টার ইউনাইটেড বস এরিক টেন হ্যাগের প্রথম পছন্দ টটেনহ্যাম স্ট্রাইকার হ্যারি কেইন। তাকে দলে টানতে চড়া মূল্য দিতে হবে ক্লাবটিকে। এছাড়াও, চেলসির মেশন মাউন্ট, ইন্টার মিলানের আন্দ্রে ওনানাকে কিনতে আগ্রহী দেখিয়েছে ইউনাইটেড। তবে মাউন্টকে করা ৫৭.৫ মিলিয়ন ইউরোর প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে চেলসি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন