হোম খেলাধুলা ১২শ’ কোটি টাকায় কেনা তারকাকে বৃহস্পতিবার পরিচয় করাবে রিয়াল

খেলাধূলা ডেস্ক:

জুড বেলিংহামকে দলে ভেড়ানোর ঘোষণাটি দিতে বেশ নাটকীয়তাই করল রিয়াল মাদ্রিদ। প্রথমে বিশ্বখ্যাত ব্যান্ড বিটলসের গানের কথায় হেঁয়ালি। এর মিনিটখানেক পরেই সারাসরি ক্লাবটি স্বাগতম জানাল তাদের নতুন সাইনিং এই ইংলিশ মিডফিল্ডারকে। ১৯ বছর বয়সী বেলিংহাম এখন নিশ্চিতভাবেই ইতিহাসের সেরা ফুটবল ক্লাবের বিখ্যাত মধ্যমাঠের অংশ।

বুধবার (১৪ জুন) রিয়াল মাদ্রিদ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামকে নিজেদের নতুন খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে ১০৩ মিলিয়ন ইউরো বা ১২১৬ কোটি টাকায় তাকে কিনেছে রিয়াল, সঙ্গে বিভিন্ন বোনাস তো আছেই। তবে বিভিন্ন শর্ত পূরণ সাপেক্ষে বেলিংহামের চুক্তির মূল্য দাঁড়াতে পারে ১৩৩ মিলিয়ন ইউরোর বেশি! বৃহস্পতিবার (১৫ জুন) সান্তিয়াগো বার্নাব্যুতে বেলিংহামকে সমর্থকদের সামনে উপস্থিত করা হবে বলে জানিয়েছে ক্লাবটি।

রিয়াল মাদ্রিদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় এখন বেলিংহাম। সর্বোচ্চ ১১০ মিলিয়ন ইউরোর বিনময়ে চেলসি থেকে এডেন হ্যাজার্ডকে দলে ভিড়িয়েছিল রিয়াল। ইংলিশ খেলোয়াড়দের মধ্যেও মূল্যের দিক থেকে দ্বিতীয় বেলিংহাম। তার সামনে শুধুই ১১৭ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার সিটিতে যাওয়া জ্যাক গ্রিলিশ।

বেলিংহাম রিয়ালে যোগ দিচ্ছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছিল গত মৌসুম থেকেই। চলতি মৌসুমের শেষ ম্যাচে ডর্টমুন্ডের সমর্থকদের কাছে থেকে বিদায়ও নিয়ে নেন তিনি। এরপর দলবদলের খবরের নির্ভরযোগ্য সূত্র ফ্যাব্রিজিও রোমানোও তার রিয়ালে যোগ দেওয়ার বিষয়টি জানান।

বেলিংহামকে দলে ভিড়িয়ে দারুণ খুশি রিয়াল মাদ্রিদের ম্যানেজমেন্ট থেকে সমর্থক সবাই। ক্লাবটির ওয়েবসাইটে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে রিয়াল মাদ্রিদ তাকে ‘বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিভা’ বলে উল্লেখ করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন