আন্তর্জাতিক ডেস্ক :
ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারি আফগানিস্তানে ২৫ জন তালেবান যোদ্ধা হত্যা করার যে স্বীকারোক্তি দিয়েছেন, তার প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। শুক্রবার (৬ জানুয়ারি) তালেবানের এক মুখপাত্র বলেন, ‘বিষয়টি শুধু হ্যারির ক্ষেত্রেই প্রযোজ্য নয়। সব দখলদার দেশের বাহিনীই আমাদের দেশে একই ধরনের অপরাধ করেছে’।
বিলাল কারিমি নামে ওই মুখপাত্র বলেন, ‘এটি দুর্ভাগ্যজনক যে পশ্চিমা দেশগুলো নিজেদের মানবাধিকারের সমর্থক বলে দাবি করে এবং তারপর এই ধরনের অপরাধে লিপ্ত হয়’। কারিমি আরও বলেন, হ্যারির এ স্বীকারোক্তি এটিই প্রমাণ করে যে দখলদার দেশের বাহিনীগুলোর অপরাধের ইতিহাস একই।
৩৮ বছর বয়সী প্রিন্স হ্যারি ‘স্পেয়ার’ নামে স্মৃতিকথামূলক একটি বই লিখেছেন। চলতি সপ্তাহেই বইটি প্রকাশিত হওয়ার কথা। প্রকাশ হওয়ার আগেই বইটির কিছু অংশ গণমাধ্যমে ফাঁস হয়ে গেছে।
ব্রিটিশ গণমাধ্যমের মতে, নিজের আত্মজীবনীতে হ্যারি লিখেছেন, আফগানিস্তানে তিনি ফরোয়ার্ড এয়ার কন্ট্রোলার হিসাবে কাজ করেছেন। সেই সময় তিনি ২৫ জনকে হত্যা করেছেন।
এদিকে, যুদ্ধে কতজন মানুষ হত্যা করেছেন সে ব্যাপারে কথা বলায় প্রিন্স হ্যারির সমালোচনা করেছেন সেনাবাহিনীতে তার সহকর্মী বেন ম্যাকবিন। এর ফলে শুধু হ্যারি নয়, গোটা ব্রিটেনই ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
বইটিতে রাজপরিবারের সদস্যদের সঙ্গে দ্বন্দ্ব, স্ত্রী মেগানের প্রতি রাজপরিবারের আচরণ ও মা প্রিন্সেস ডায়নার মৃত্যুসহ বেশ কিছু স্পর্শকাতর বিষয় নিয়ে কথা বলেছেন হ্যারি।
