আন্তর্জাতিক ডেস্ক:
হোয়াইট হাউসে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের একটি নতুন ছবি প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, তারা মার্কিন প্রেসিডেন্টের কাছে দুর্লভ খনিজ পদার্থ উপস্থাপন করছেন।
ছবিতে দেখা যায়, গত বৃহস্পতিবার ওভাল অফিসে বৈঠকের সময় ট্রাম্প যখন তাকাচ্ছিলেন, তখন মুনির একটি খোলা কাঠের বাক্সের দিকে ইশারা করছেন – যেখানে বিরল মাটির খনিজ পদার্থ ছিল। শেহবাজকেও হালকা হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এই বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও উপস্থিত ছিলেন। বৈঠকটি প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়েছিল বলে জানা গেছে। কয়েক বছরের ক্ষীণ সম্পর্কের পর দ্বিপাক্ষিক সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতির প্রেক্ষাপটে এই বৈঠক অনুষ্ঠিত হলো।
পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিবৃতি অনুসারে, শেহবাজ বিশ্বজুড়ে সংঘাতের অবসান ঘটাতে ট্রাম্পের ‘আন্তরিক প্রচেষ্টার’ জন্য তাকে ‘শান্তির মানুষ’ হিসাবে বর্ণনা করেছেন এবং পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধবিরতি সহজতর করার ক্ষেত্রে তার ‘সাহসী এবং সিদ্ধান্তমূলক’ নেতৃত্বের প্রশংসা করেছেন।
বিবৃতিতে আরও বলা হয়েছে, তিনি আমেরিকান কোম্পানিগুলিকে পাকিস্তানের কৃষি, তথ্যপ্রযুক্তি, খনি ও খনিজ পদার্থ এবং জ্বালানি খাতে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
গত এপ্রিল মাসে পাকিস্তানের এক খনিজ সম্মেলনে প্রধানমন্ত্রী শেহবাজ যুক্তি দিয়েছিলেন, যদি পাকিস্তান খনিজ সম্পদ আহরণ করে – ‘ট্রিলিয়ন ডলার’ মূল্যের সম্পদগুলো দেশের অর্থনীতিকে বদলে দিতে পারে। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কয়েকটি সমঝোতা সারকও সই হয়েছে।