স্পোর্টস ডেস্ক:
এবারের লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) শোয়েব মালিকের বদলি হিসেবে জাফনা কিংসে জায়গা হয়েছিল বাংলাদেশের ব্যাটার তাওহীদ হৃদয়ের। প্রথমবার এলপিএলে খেলতে গিয়েই দারুণ পারফর্ম করেছেন টাইগার এই ব্যাটসম্যান। তবে দেশের কথা ভেবে আগেই শ্রীলঙ্কা ছেড়েছেন তাওহীদ। তার বিদায়ে দলের পক্ষ থেকে তাকে ডাকা হয়েছে ‘ভাই’।
পাকিস্তানের অলরাউন্ডার শোয়েব মালিক কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যস্ত থাকায় একজন ব্যাটসম্যানের দরকার ছিল জাফগা কিংসের। তারা বেছে নেয় বাংলাদেশের তাওহীদকে। বোর্ডও তাকে আটকায়নি। আর শ্রীলঙ্কায় গিয়ে তো সবাইকে মুগ্ধ করেই আসলেন হৃদয়।
দেশের বাইরে প্রথম বার খেলতে গিয়ে সবাইকে মুগ্ধ করেছেন তাওহীদ। যার কারণে তাকে পুরো টুর্নামেন্ট খেলার প্রস্তাব দিয়েছিল ক্লাবটি। তবে সামনে এশিয়া কাপ এবং তারপর বিশ্বকাপের কথা মাথায় রেখে আর চুক্তির মেয়াদ না বাড়িয়ে দেশে ফিরে আসেন তাওহীদ। এরই মধ্যে ঢাকায় পা রেখেছেন তিনি।
তার বিদায়বেলা তাকে সম্মাননা দিতে ভুলেননি জাফনা কিংস। নিজেদের অফিসিয়াল ফেসবুকে ক্লাবের পক্ষ থেকে তাকে ভাই বলা হয়েছে। ফেসবুকে তারা লিখেছেন, ‘তিনি এসেছেন, জয় করেছেন কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ছেড়ে তাকে চলে যেতে হচ্ছে। আমরা এই তরুণ সুপারস্টারের খুব উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। ধন্যবাদ হৃদয় ভাই!!’
