আন্তর্জাতিক ডেস্ক :
যারা হুমকি দিচ্ছে তাদের পাল্টা হুমকি দিতে দলের নেতাকর্মী ও সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান। স্থানীয় এক টেলিভিশন চ্যানেলের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডেইলি টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি দেশটির চকওয়ালে এক সমাবেশে বক্তব্য দেয়ার সময় ইমরান খান বলেন, ‘নারী-পুরুষ, বিশেষ করে যুবকদের অবশ্যই নিজেদের প্রস্তুত করতে হবে এবং ভয়ের শৃঙ্খল ভাঙতে হবে।’ ইরাকের কুফা নগরীর উদাহরণ দিয়ে তিনি বলেন, তারা ইয়াজিদের ভয়ে বের হয়নি।
ইমরান খান বলেন, তিনি রাজনীতি করছেন না, প্রকৃত স্বাধীনতার জন্য লড়াই করছেন এবং জিহাদ করছেন। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ করে সাবেক এ প্রধানমন্ত্রী বলেন, ‘ভয়ের মূর্তি ভাঙো… যারা আড়াল থেকে হুমকি দেয়, তাদের ভয় পেও না। যদি তারা হুমকি দেয়, তবে পাল্টা হুমকি দাও।’
এ সময় দেশটির ২৩তম প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে উপহাস করে ইমরান খান বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় ভয় পেয়েছিলেন শাহবাজ। ইমরান বলেন, ‘উজবেকিস্তানে সম্প্রতি অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকের সময় পুতিনের উপস্থিতিতে তার (শাহবাজ শরীফের) পা কাঁপছিল।’
পিটিআই প্রধান বলেন, জাতি সেই ‘বিশ্বাসঘাতকদের’ ভুলে যাবে না, যারা বিদেশ থেকে ‘আমদানি করা সরকার’ তাদের ওপর চাপিয়ে দিয়েছে।
তিনি আরও বলেন, ‘বর্তমান শাসকরা দেশের অর্থনীতি ধ্বংস করে দিচ্ছে। আমি এই চোরদের মেনে নেব না এবং আমি বেঁচে থাকা পর্যন্ত তাদের এবং তাদের সমর্থনকারীদের সঙ্গে লড়াই চালিয়ে যাব।’