জাতীয় ডেস্ক :
রাজধানীতে মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ঘুড়ির সুতোয় গলা কেটে আহত হয়েছেন শামসুল হক এহতেশাম (৫১) নামে এক ব্যক্তি। তিনি মোটরসাইকেলের রাইড শেয়ারিং করেন।
বুধবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ফ্লাইওভারটির সায়দাবাদ অংশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
আহত শামছুল হক জানান, নারায়ণগঞ্জে যাওয়ার উদ্দেশে মোটরসাইকেল চালিয়ে টিকাটুলি ফ্লাইওভারে ওঠেন। হঠাৎ তার গলায় সুতো আটকে যায়। প্রথমে কিছু বুঝতে না পারলেও মোটরসাইকেল চালিয়ে কিছু দূর যাওয়ার পরে লোকজন দেখতে পান, তার গলা থেকে রক্ত ঝরছে। তখন তাকে হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তিকে নাক, কান, গলা বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার গলায় অনেকখানি কেটে গেছে।