হোম এক্সক্লুসিভ হাওড়ে স্পিডবোট নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক:

কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে স্পিডবোট নিখোঁজের দুদিন পর এক শিশুর মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার (১ অক্টোবর) সকাল ১১টার দি‌কে নিকলী উপজেলা সদ‌রের বেড়িবাঁধ এলাকায় ফায়ার সার্ভিস স্টেশনের কাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃতদেহ উদ্ধার হওয়া শিশুর নাম হুসরাতুল জান্নাত (৪)। সে ভৈরব উপজেলার ভৈরবপুর গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজার গিফারী বিষয়টির সত‌্যতা নিশ্চিত করে জানান, রোববার সকাল পৌনে ১১টায় দুর্ঘটনা স্থান থেকে নদীপথে প্রায় ২০ কিলোমিটার দূরে নিকলী ফায়ার সার্ভিস স্টেশনের কাছে মরদেহটি ‍উদ্ধার করা হয়। শিশুটি নিখোঁজের পর থেকেই ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে কাজ শুরু করে। কিন্তু শিশুটি নিখোঁজের সঠিক জায়গা কেউ বলতে না পারায় উদ্ধার কাজে কিছুটা ব্যাঘাত পেতে হয়েছে। মরদেহটি আমরা পুলিশের নিকট হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

গত শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিঠামইন উপজেলা সদরের রাষ্ট্রপতির ঘাট থেকে ১৫ জন যাত্রী নিয়ে ভাড়ায় চালিত একটি স্পিডবোট করিমগঞ্জ উপজেলার বালিখোলা যাচ্ছিল। রওনা দেওয়ার কয়েক মিনিট পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সেনানিবাসের কাছে একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লেগে মাঝ নদীতে স্পিডবোটটি উল্টে যায়।

এসময় অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হয় চার বছরের শিশু জান্নাত। সে তার বাবা-মার সঙ্গে স্পিডবোটে করে বাড়িতে যাচ্ছিল। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন