জাতীয় ডেস্ক :
হাঁসের সঙ্গে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে ডুবে আয়াত নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের রহিমপুর বরদল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আয়াত ওই গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।
পরিবারের বরাত দিয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, সকাল থেকে আয়াত বাড়িতে হাঁসের সঙ্গে খেলা করছিল। হঠাৎ উঠানে হাঁস ও আয়াতকে না দেখে শিশুটির বাবা খুঁজতে গিয়ে পুকুরের পানিতে ছেলেকে ভাসতে দেখেন। পরে উদ্ধার করে কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি কালাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।’ এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
