শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে হরিনগর বাজারে আইনের তোয়াক্কা না করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হাই সিদ্দিকী। জানা যায় কয়েকদিন পূর্বে দক্ষিণ কদমতলা গ্রামের আব্দুর রাজ্জাক, সাত্তার ও হরিনগর গ্রামের বাক্কার মোল্লা আইনের তোয়াক্কা না করে অবৈধ স্থাপনা নির্মাণ করেন।
মুন্সিগঞ্জ ইউনিয়ন ভূমি কর্মকর্তা আইনুল হক তাদেরকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করলেও তারা তা না মানায়। শনিবার বিকাল তিনটায় সহকারি কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকীর উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলে। এসময় সহকারী কমিশনার ভূমি বলেন, কেউ যদি সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।