মোহাম্মদ আরীফুল ইসলাম, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের বাল্লা গ্রামে জায়গার সীমানা নিয়ে বিরোধের জেরে গত ২০ এপ্রিল বুধবার এক সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়। নিহত ও আহতদের পরিবারকে প্রতিপক্ষ এখন পূর্ণরায় প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ওই ঘটনায় নিহত ব্যাক্তির নাম মোঃ আক্কাছ মিয়া (৪২) ও গুরুতর আহতরা হলেন, মোঃ আলম মিয়া (৩৮), সায়মন মিয়া (১৮), মুক্তা আক্তার (৩০), সজিব মিয়া (১৭), কুদ্দুস মিয়া (৪৫)। এ ছাড়া অনান্য আহতরা হলেন, মানিক মিয়া (৩৫), মামুন মিয়া (২২), মিঠু মিয়া (৩২), শাওন (১৭) ও টুটুল (২০)।
এরা কেউ ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং কেউ স্থানীয় জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হত্যার ঘটনার এক সপ্তাহ পেরিয়ে যেতে না যেতে হত্যাকারীরা ফের নিহত ও আহত পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকী দিয়ে আসছে। শুধু তাই নয় হত্যা করে পাল্টা বাড়ি- ঘর লুটপাটের মামলা করে আসামীপক্ষ। প্রাণ নাশের হুমকী দেওয়ায় অসহায় পরিবারটি সুষ্ঠ বিচারের দাবীতে প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করছেন।
নিহত আক্কাছ মিয়ার স্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি আমার স্বামী হত্যার বিচার চাই। আমি আর কিছু চাইনা, হত্যা কারী মুতালিব, জুয়েল, রতন, মানিক, টিটু, স্বপন ও রাসেলের ফাঁসি চাই। আমার আরেকটি সন্তানকে ওরা গলা কেটে জবাই করতে চেয়েছিলো।
স্থানীয়রা বলছেন, ১০/১১ জন মানুষকে ওরা দেশীয় অস্ত্রের দ্বারা কুপিয়ে আহত ও নিহত করেছে। ২/৩ দিন রাস্তায় রক্তের দাগ লেগে ছিলো।