অনলাইন ডেস্ক:
লালমনিরহাট থেকে ঢাকা যাওয়ার পথে রংপুরে ধানখেতে হঠাৎ হেলিকপ্টার অবতরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে পীরগাছার কান্দিরহাটর ইউনিয়নের পশ্চিম দাদন গ্রামে একটি বিলের পাশে ধানখেতে হেলিকপ্টার অবতরণ করে। এরপর সেখানে কিছুক্ষণ অবস্থানের পর ঢাকার উদ্দেশ্যে উড়াল দেন।
স্থানীয়রা ও পুলিশ বলছে, যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করছিল। সেখানে ধানখেতে হওয়ায় প্রায় ১০ মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশে উড়াল দেয়। এ সময় উৎসুক জনতা হেলিকপ্টার দেখেতে ধানখেতের আশপাশে জড়ো হন।
খোঁজ নিয়ে জানা গেছে, ধানখেত থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটি দ্বিতীয় দফায় গাইবান্ধার সাদুল্যাপুরের একটি ইটভাটায় জরুরি অবতরণ করেন। এ সময় সেখানেও উৎসুক জনতা জড়ো হয় হেলিকপ্টারটি দেখতে।
পীরগাছা থানার ওসি মাসুমুর রহমান গণমাধ্যমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে রোগীবাহী হেলিকপ্টারটি কান্দিরহাট এলাকায় জরুরি অবতরণ করে। কয়েক মিনিট অবস্থানের পর সেটি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। জেনেছি, হেলিকপ্টারটি লালমনিরহাট থেকে রোগী নিয়ে ঢাকায় যাচ্ছিল। তারা স্বাভাবিক ল্যান্ডিং করেছে।