জাতীয় ডেস্ক:
পবিত্র হজ পালনের পর মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা এবং অন্য সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৪টায় মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
মদিনার ডেপুটি গভর্নর ওহায়েব আল শেহলি, মদিনার রয়েল প্রটোকল প্রধান ইব্রাহিম আলী বারী এবং সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাবেদ পাটোয়ারী বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
হজের আনুষ্ঠানিকতা শেষে মক্কা থেকে মদিনায় পৌঁছে গত রাতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন রাষ্ট্রপতি। সৌদি সরকারের রয়েল গেস্ট হিসেবে হজ পালন করেন তিনি।
পবিত্র হজ পালনের উদ্দেশে ২৩ জুন সৌদি আরব সফরে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন৷
বাংলাদেশ থেকে এ বছর হজের উদ্দেশে সৌদি আরবে যান ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজযাত্রী। মোট ফ্লাইট সংখ্যা ৩২৫টি। সৌদি আরবে এ পর্যন্ত ২৬ বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন/ এর মধ্যে পুরুষ ২২ জন; নারী ৪ জন।
এবার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যান ১ লাখ ২২ হাজার ৫৫৮ জন (২,৫০৬ জন গাইডসহ)। এবার হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে।