হোম জাতীয় স্বর্ণ আত্মসাতের ঘটনায় সুমন হত্যার প্রধান আসামিসহ গ্রেফতার ৩

জাতীয় ডেস্ক:

যশোরের বেনাপোলে চোরাচালানের স্বর্ণ আত্মসাত নিয়ে সুমন নামের এক রং মিস্ত্রিকে হত্যা মামলার ১২ আসামির মধ্যে প্রধান আসামি কাউন্সিলর কামাল হোসেনসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে এ মামলার আরও তিন জনকে গ্রেফতার করা হয়।

সোমবার (২০ নভেম্বর) সকালে ঢাকার আশুলিয়া কাঠগড়া এলাকা থেকে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- বেনাপোল পৌর কাউন্সিলর কামাল হোসেন, বেনাপোলের ছোট আচড়া গ্রামের সিরাজুলের ছেলে এজাজ রহমান ও সাদিপুর গ্রামের রফিজুল ইসলামের ছেলে ইসরাফিল ।

এ সময় তাদের কাছ থেকে স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত প্রাইভেটকার ও আলামত উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, ৩৫ পিস স্বর্ন আত্মসাতের অভিযোগে ১১ নভেম্বর বেনাপোল থেকে রং মিস্ত্রি ওমর ফারুক ওরফে সুমনকে (২৬) অপহরণ করে স্বর্ণ চোরাকারবারী চক্র। পরে সুমনকে হত্যা করে লাশ মাগুরার রামনগর এলাকায় মহাসড়কের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়া হয়। ঘটনার পরই ডিবি পুলিশ তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত প্রধান আসামি ও তার দুই সহযোগিকে গ্রেফতার করা হয়েছে।

তাদের স্বীকারোক্তির ভিত্তিতে বেনাপোল স্থল বন্দর বাস টার্মিনাল-এর সামনে থেকে অপহৃত সুমনের মরদেহ গুমের কাজে ব্যবহৃত প্রাইভেটকার এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার পাইপ, প্লাস উদ্ধার করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন