পিরোজপুর অফিসঃ
ট্রাভেলেটস অফ বাংলাদেশ- ভ্রমনকন্যার ৪ র্থ বর্ষপূর্তি উপলক্ষে পিরোজপুরের স্বরূপকাঠিতে শপথবাক্য পাঠ ও বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮নভেম্বর) সংগঠনের পিরোজপুর জেলা কমিটির আয়োজনে নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. মহিবুল্লাহ, প্রেসক্লাবের সহ সভাপতি মো. হযরত আলী হিরু, সাংবাদিক মাসুদুল আলম অপু ও সহকারি শিক্ষক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে শপথবাক্য পাঠ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দুটি নিমচারা রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে পরে পিরোজপুর জেলা লিডার মুনিয়া ইসলামের নেতৃত্বে সংগঠনের সদস্য উম্মে ভেনিশা, সুষ্মিতা রশিদ, তুবা, মনিরা ও জুবায়ের আহম্মেদ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে নানা প্রজাতির গাছের চারা রোপন করে।