নিজস্ব প্রতিনিধি :
জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান ও আনোয়ারা খানম স্মৃতি ফুটবল টুর্নামেন্ট স্পোর্টস কর্ণার বনাম পূর্বাঞ্চল ফুটবল একাদশের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ বিকাল 3 টায় রসুলপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় শুরু থেকে দুই দল আক্রমণাত্মক খেলা উপহার দেয় পূর্বাঞ্চল ফুটবল একাদশ স্পোর্টস কর্ণার ফুটবল একাদশ এর রক্ষণভাগের উপর চাপ সৃষ্টি করে স্পোর্টস কর্ণার ফুটবল একাদশ পাল্টা আক্রমণ শুরু করে পূর্বাঞ্চল ফুটবল একাদশ এর শিবিরে কিন্তু সুযোগ বুঝে পূর্বাঞ্চল ফুটবল একাদশে ৯ নম্বর জার্সি পরা খেলোয়াড় সোহাগ প্রথম গোল করে এগিয়ে নেন দলকে প্রথম অর্ধে আর কোন গোল না করতে পেরে 1/ 0 তে মাঠ ছাড়ে দুই দল।
দ্বিতীয় অধ্যায় শুরু হয় পাল্টা পাল্টি আক্রমণ দিয়ে গোল পরিশোধ করার জন্য আপ্রাণ চেষ্টা করে স্পোর্টস কর্ণার ফুটবল একাদশ কিন্তু শেষ বাঁশি বাজার আগেই আরেকটি গোল করে পূর্বাঞ্চল ফুটবল একাদশের আক্রমণভাগের খেলোয়াড় সোহাগ ।
দুই গোল করে ম্যান অফ দ্যা ম্যাচ এর পুরস্কার তুলে নেন সোহাগ। ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন খলিলুর রহমান খলিল প্রশাসনিক কর্মকর্তা সাতক্ষীরা জেলা পরিষদ।
হাজারো দর্শকের মধ্যে খেলাটি উপভোগ করেন রসুলপুর যুব সমিতি সম্মানিত সভাপতি মেহেদী হাসান হাফিজুর রহমান খান ডিটু লিয়াকাত হোসেন অরুণ সৈয়দ আহমেদ খান মনু মইনুল আরেফিন সাতক্ষীরা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইকবাল খান বাপ্পি তাইজুল ইসলাম রিপন মিজানুর রহমান মিজান প্রমুখ ম্যাচ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
পিপল খান, জাফরুল খান চৌধুরী সামু ও আসাদুর রহমান আসাদ ধারা বর্ণনায় ছিলেন মাস্টার ওয়ালিউর রহমান ও ইকবাল হোসেন সার্বিক আয়োজনে রসুলপুর যুব সমিতি সাতক্ষীরা।
