আন্তর্জাতিক ডেস্ক :
সারা বিশ্বের মতো স্পেনেও পালিত হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে মাদ্রিদের কাসিনো পার্কে ঈদ জামাতের আয়োজন করা হয়। গেল বছরগুলোর তুলনায় এবার ঈদের নামাজে মুসলমানদের ঢল নামে। মাদ্রিদের খোলা মাঠে নামাজ পড়তে পেরে খুশি সবাই।
মাদ্রিদে বসবাসরত মুসলিমরা সকাল থেকেই বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েছ কেন্দ্রিক কাসিনো পার্কে ঈদের জামাতের জন্য আসতে থাকেন। পর পর ২টি জামাতে ঈদের নামাজ আদায় করেন তারা। বার্সেলোনাসহ স্পেনের অন্যান্য শহরে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
নামাজে অংশ নিয়ে এক বাংলাদেশি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী এ বছর আবার আল্লাহপাক তৌফিক দিছেন। আমরা অনেক কাঠখড় পুড়িয়ে ঈদের জামাতের অনুমতি নিয়েছি। আরেকজন বলেন, আশা করি আগামী বছরও আমরা এভাবে ঈদের নামাজ আদায় করতে পারব।
আরেক বাংলাদেশি বলেন, আজকে আমরা খুব সুন্দরভাবে ঈদের নামাজ আদায় করলাম।
বিশ্বের বিভিন্ন দেশের মুসলিমদের উপস্থিতিতে প্রতিটি জামাতই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। তবে পরিবার-পরিজন ছেড়ে প্রবাসের ঈদে পরিপূর্ণ আনন্দ উদযাপন সম্ভব নয় বলে জানান অনেকেই।
একজন প্রবাসী বলেন, পরিস্থিতি অনুকূলে থাকায় এখানে মুসল্লিদের পদচারণায় পুরো মাঠ মুখরিত ছিল। এখানে সবাই আনন্দ উৎসবে ঈদের জামাতে অংশ নিয়েছে। আরেক প্রবাসী বলেন, দেশে এবং প্রবাসে বসবাসরত সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা।
ঈদের নামাজ ও শুভেচ্ছা বিনিময় শেষে জীবন জীবিকার তাগিদে অনেকেই ছুটে যান কর্মস্থলে।